top of page
vromonjanala

দরিয়ানগর গুহা, ঝর্না ও পাহাড় || কলাতলী পিকনিক স্পট || কক্সবাজার ভ্রমণ

দরিয়ানগরগুহা, ঝর্না ও পাহাড় || কলাতলীপিকনিক স্পট || কক্সবাজার ভ্রমণ

Doria Nagar Cave, Waterfall and Hill || Kolatoli Picnic Spot || Travel to Cox's Bazar

গুহা,পাহাড়, ঝর্না, সমুদ্র আর মেরিন ড্রাইভ রোড এর অপরূপ দৃশ্য বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের নিকটবর্তী দরিয়ানগর পর্যটন কেন্দ্রের। এটি কলাতলী পিকনিক স্পট নামেও পরিচিত। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে টেকনাফ এর দিকে মাত্র চার কিলোমিটার এবং কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র তিন কিলোমিটার দুরত্বে দরিয়ানগর পর্যটন কেন্দ্র। কক্সবাজারের এত কাছের এই পর্যটন কেন্দ্রটিতে আপনি একসাথে দেখতে পাবেন গুহা, পাহাড়, ঝর্না ও সমুদ্রের অপার সৌন্দর্য্য। কক্সবাজারের বড়ছড়া স্থানে পাঁচটি পাহাড়ের সমন্বয়ে উঁচু-নিচু ৩৭ একরের বিশাল এলাকা নিয়ে গড়ে উঠা দরিয়ানগর বিনোদন কেন্দ্র।দরিয়ানগর পর্যটন কেন্দ্রে প্রবেশ করার পথটিও বেশ অভিনব, এখানে প্রবেশ করতে হয় বিশাল আকৃতির এক নীল তিমির মুখ এর মধ্য দিয়ে। প্রবেশ করলে প্রথমেই চোখে পরবে একটি বাচ্চাদের জন্য তৈরি করা খেলার পার্কএখানে বাচ্চাদের জন্য দোলায়মান নৌকা, দোলনা, স্লাইড আছে। আর আছে চমৎকার কিছু ভাস্কর্য।কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর মনোরম পরিবেশে পাহাড়ের কোল ঘেঁষে একটু নিরবিলিতে সমুদ্র দেখতে চাইলে দরিয়ানগর সমুদ্র সৈকত হতে পারে আদর্শ জায়গা। দরিয়ানগরে উঁচু পাহাড়ের নিচ দিয়ে আঁকাবাঁকা একটি সুড়ঙ্গ পথ আছে, যা দরিয়ানগর গুহা নামে পরিচিত, আরও আছে ছোট কিছু ঝিরি ঝর্ণা। এই ঝর্নার পাশেই রয়েছে একটি উচু পাহাড় যা ওয়াচ টাওয়ার নামে পরিচিত। এই পহাড়ের চুড়ায় দাড়িয়ে আপনি দেখতে পাবেন দরিয়ানগর বীচ এর সূর্যাস্ত এছাড়াও চোখে পরবে প্যারাসেইলিং এর প্যারাসুট গুলো বর্তমানে দরিয়া নগরে সবচেয়ে বড় আকর্ষন প্যারাসেইলিং। কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে শুধুমাত্র দরিয়ানগর সৈকতেই রয়েছে প্যারাসেইলিং করার ব্যবস্থা।


#দরিয়ানগর

#দরিয়ানগর_গুহা

#দরিয়ানগর_ঝর্না

#দরিয়ানগর_পাহাড়

#দরিয়ানগর_সৈকত

#কলাতলী_পিকনিক_স্পট

#হিমছড়ি_জাতীয়_উদ্যান

#দরিয়ানগর_প্যারাসেইলিং

#কক্সবাজার

#কক্সবাজার_ভ্রমণ

#কক্সবাজার_ভ্রমণ_গাইড

#ভ্রমণ_জানালা

Comments


bottom of page